Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কানাডায় এক ঘণ্টার মধ্যে দু’দফা গুলিবর্ষণ, নিহত ২

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলির ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছে বলে খবরে বলা হয়। দেশটির টরোন্টোয় ডাউন টাউনে ব্রাউন কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ দাবি করেছে, এক ঘণ্টার ব্যবধানে ওই এলাকায় দুইবার গুলির ঘটনা ঘটলো। টরোন্টো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিট হোপকিনসন এক টুইটার বার্তায় বলেন, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। প্রথমাবস্থায় অপরাধীর কোনো চিহ্ন শনাক্ত করা যায়নি। গুলিতে আহত ব্যক্তিদের তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করা হয়। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হামলাকরীরা একটি কালো স্পোর্টস কারে (এসইউভি) এসে ঘটনা স্থলে এসে এলোপাতাড়ি ১০-১৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এর আগে কানাডার কুইবেক শহরে একটি মসজিদে ঢুকে ৩ জন বন্দুকধারী হঠাৎ অতর্কিত হামলা চালায়। তাতে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রবিবার রাত আটটার দিকে কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মসজিদ প্রাঙ্গণে পলিথিনে মোড়ানো একটি শূকরের মাথা ও একটি সতর্কতা নোট রেখে যায়। এ ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, আকস্মিক নামাযের মধ্যেই দুজন মুখোশধারী গুলি করতে করতে ভেতরে ঢুকে পড়ে। নামায বাদ দিয়েই আমি যখনি পেছনে তাকাই ঠিক সেই মুহূর্তে একটি বুলেট প্রচ- শব্দে আমার কানের কাছ দিয়ে চলে যায়। আতংকিত হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তিনি আরো জানান, পাশেই নামাযের কাতারে দাঁড়ানো এক তিন-চারবছরের শিশু তার বাবার সাঙ্গে নামাযে এসেছিলো। শিশুটি ও তার বাবা দুজনেই বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। রয়টার্স, সিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ