মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মারকেল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপকালে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে শরণার্থী ও মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়ার কারণ হতে পারে না। তাছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থীদের আশ্রয়দানের বিষয়টি জেনেভা কনভেনশনে রয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। প্রসঙ্গত, মারকেল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের নেতা ও কর্পোরেট কোম্পানির প্রধানও ট্রাম্পের ওই আদেশের সমালোচনা করেছেন। এর আগে গত শুক্রবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী চার মাস দেশটিতে কোনো শরণার্থী প্রবেশ করতে পারবেন না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে সময়টি চার মাস নয়, অনির্দিষ্টকাল। এছাড়া সাতটি মুসলিমপ্রধান দেশÑ ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকরা আগামী তিন মাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ট্রাম্প বলেন, এমন সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ ২০০১ সালে টুইন টাওয়ারে হামলা। তবে ওই হামলার সঙ্গে জড়িতরা যে চার দেশের নাগরিক ছিলেন। দেশগুলো হলোÑ মিশর, লেবানন, সউদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ সব দেশের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সংবাদ মাধ্যম জানায়, গত শনিবার ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপের সময় মারকেল মার্কিন প্রেসিডেন্টকে জেনেভা কনভেনশনের কথা স্মরণ করিয়ে দেন। কনভেনশনে বলা হয়েছে, মানবিক কারণে আন্তর্জাতিক বিশ্বকে যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থীদের গ্রহণ করতে হবে। ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।