Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি রণতরীতে হামলায় ২ জন ক্রু নিহত

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদির একটি রণতরীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুই ক্রু নিহত হয়েছেন। গত সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে তিনটি নৌকায় করে সউদি রণতরী লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হুতি বিদোহীরা। ওই হামলায় আরো তিনজন আহত হয়েছে। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সউদি জোটের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে টহলরত একটি রণতরীতে তিনটি নৌকা নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। একটি নৌকার সঙ্গে রণতরীর পেছন দিকে সংঘর্ষ হলে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে রণতরীর দুই ক্রু নিহত হন। তবে বিবৃতিতে নিহত ক্রুদের পরিচয় জানানো হয়নি। ইরান সমর্থিত হুথি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। গত ছয় মাসে এ নিয়ে তিনবার সউদি রণতরীতে হামলা চালানো হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ