মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অস্কারের মঞ্চে ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদির উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেই সংশয়ের অবসান ঘটিয়েছেন অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া ইরানি ছবি দ্য সেলসম্যান-এর নির্মাতা আসগর নিজেই। তিনি জানিয়েছেন, নিষেধাজ্ঞার ব্যতিক্রম ঘটিয়ে তাকে ভিসা দেয়া হলেও তিনি যোগ দেবেন না অস্কার প্রদানের অনুষ্ঠানে। প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুতিব্য অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনাই করেছিলেন আগসর ফরহাদি। সেখানে কোনও একটি বিষয়ে সবার মনোযোগ আকর্ষণের পরিকল্পনাও ছিল তার। তবে গত শুক্রবার (২৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার যে আদেশে সই করেছেন তাতে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন আসগর। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।