Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পুলিশকে গুলি আরো দুই আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করে আহত করার মামলার আরো আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রোববার আলাদা আলাদা অভিযান চালিয়ে ঢাকা ও নাটোর থেকে তাদের গেফতার করা হয়। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর সিও মো: শাহাবুদ্দিন খান (বিপিএম)।
গ্রেফতারকৃতরা হলো-ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাজার এলাকার আব্দুল লতিফের পুত্র শাকিল হোসেন (২০) ও পাবনা সদর উপজেলার দোগাছী কোমরপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র সুজাউদ্দিন হৃদয় (৩০)।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর সিইও মো: শাহাবুদ্দিন খান (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানিঘাটা এলাকা থেকে শাকিল হোসেনকে এবং ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সুজাউদ্দিন হৃদয়কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাব আহুত সম্মেলনে আরো জানানো হয়, পাবনার গাছপাড়া এলাকার শ্যামলী এনআর গ্যাস পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেয়াকে কেন্দ্র করে আমিরুল নামের এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় শরীফ, শাকিল ও তার সহযোগীদের। এর প্রতিশোধ নিতে গত ২৫ জানুয়ারি সকালে আমিরুলকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ঠ হয়। তখন এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটঘরিয়া থানার দুই এসআই তাদের গ্রেফতারের চেষ্টা করেন। এ সময় দুই এসআই মনির হোসেন ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যায় শাকিল, শরীফ ও তার সহযোগীরা। এ ঘটনায় এসআই তোফাজ্জল হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি মামলা করেন। উল্লেখ্য, এই ঘটনার অপর আসামী শরীফ পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হয়।
তবে পাবনার গাছপাড়া এলাকার বাসিন্দা নিহত শরীফের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাকে বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলায় তার ফুফুর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশকে গুলি করে হত্যা চেষ্টার সাথে শরীফ জড়িত কিনা এ বিষয়ে তারা কিছুই জানেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ