Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইকুইটির ভিত্তিতে ১ ফেব্রুয়ারি থেকে কলমানি মার্কেট ঋণ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কলমানি মার্কেট) থেকে ঋণ নেয়ার সীমা নির্ধারণের ক্ষেত্রে নিট সম্পদের পরিবর্তে প্রতিষ্ঠানের ইকুইটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের নিট সম্পদের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারত। আর এখন (১ ফেব্রুয়ারি থেকে) ঋণের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে নিট সম্পদের পরিবর্তে প্রতিষ্ঠানের ইকুইটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ইকুইটির বিপরীতে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে ঋণ নিতে পারবে। এতে উল্লেখ করা হয়েছে, ৩১ ডিসেম্বরের ইকুইটির ভিত্তিতে পরবর্তী ১২ মাস অর্থাৎ আগামী ১ ফেব্রæয়ারি থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কলমানি মার্কেট থেকে ঋণ নেয়া যাবে। আর্থিক প্রতিষ্ঠানকে প্রতিবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইকুইটির তথ্য পরবর্তী মাস জানুয়ারির ২৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দাখিল করতে হবে। ৩১ ডিসেম্বরের ইকুইটির তথ্যের ভিত্তিতে পরবর্তী ১২ মাস আন্তঃব্যাংক কলমানি মার্কেট থেকে ঋণ নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ