মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পর এমিরেটস এয়ারলাইন্স তাদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের তালিকা বদলে দিয়েছে। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতেই এই পরিবর্তন এনেছে বিমান কোম্পানিটি। দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম প্রধান এই বিমান কোম্পানি প্রতিদিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ফ্লাইট পরিচালনা করে থাকে। এমিরেটসের একজন মুখপাত্র এক ইমেইল বার্তায় বলেন, সর্বশেষ নিয়ম মেনে চলতেই আমাদের পাইলট ও ক্রুদের তালিকা সমন্বয় করা হয়েছে। তবে এই পরিবর্তনে ফ্লাইটগুলোর সময়সূচিতে কোনও বদল হবে না সেগুলো সময়মতই চলবে, বলেও যোগ করেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার এক নির্বাহী আদেশে সাত দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এই সাত দেশ হলো ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। এর ফলে আন্তর্জাতিক অনেকগুলো বিমান সংস্থা বেশ ঝামেলাই পড়ে গেছে। বিমান চলাচল বিষয়ক পরামর্শক জন স্ট্রিকল্যান্ড বলেন, আমি কোনকিছুর সঙ্গে তুলনা করতে চাই না। তবে ট্রাম্পের এই ঘোষণায় বিমান কর্তৃপক্ষকে নতুন করে তাদের সবকিছু ঠিক করতে হচ্ছে যা তাদের এয়ারলাইন্সে একটা বিশৃঙ্খলা আনতে পারে। এর ফলে ব্যবহারিক কার্যক্রমে কিছুটা জটিলতার সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।