Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প যুদ্ধ বাধিয়ে দিতে পারেন

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের সাবেক সেনাপ্রধান স্যার রিচার্ড ব্যারনস বলেছেন, ব্যবসায় অভিজ্ঞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার ব্যাপারে হার-জিতের দৃষ্টিভঙ্গির ফলে যুদ্ধ বেধে যেতে পারে। সাবেক ওই সেনাপ্রধানের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘পাগলাটে’ কিছু করে ফেলতে পারেন। বিশ্ববাসীকে সতর্ক করে ব্যারনস জানান, একটি বড় প্রতিষ্ঠানের প্রধানের কাছে হয়তো ট্রাম্পের ‘হার-জিত’ দর্শন মানসিকভাবে স্থিতিশীল মনে হতে পারে। তবে আন্তর্জাতিক অঙ্গনে সেটা গভীর আশঙ্কার বিষয়। জেনারেল ব্যারনস আরো জানান, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের বিমানবাহী রণতরীর মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে। এই সাগরের কিছু অংশ নিয়ে কয়েকটি দেশের মধ্যে বিবাদ আছে। তিনি বলেন, চীনের নৌবাহিনী উচ্চাকাক্সক্ষী কিন্তু অনভিজ্ঞ। তাই চীনের কোনো সেনা কমান্ডার যদি মার্কিন কোনো রণতরীর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে, তা আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ধরা হতে পারে। ব্রিটিশ জেনারেল আরো বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা যদি এটাকে সত্যিকার আক্রমণ হিসেবে বিবেচনা করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ