মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ১০ ফেব্রুয়ারিতে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসা ও নিরাপত্তার দিক বিবেচনা করে এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের নেতা একমত হয়েছেন। ট্রাম্পের সঙ্গে শিনজো আবের দীর্ঘ ফোনালাপ শেষে সাংবাদিকদরা এ তথ্য পেয়েছে। শিনজো আবে বলেন, ১০ ফেব্রুয়ারি হোয়াইট হাউজের বৈঠকে ডোনাল্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তার দিকগুলো আলোকপাত করা হবে। যেকোন মূল্যে ট্রাম্প জাপানের নিরাপত্তা নিশ্চিত করতে একমত হয়েছেন। শিনজো আবেকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে জাপান বিশ্ব উন্নয়নে সহযোদ্ধা। সব কিছু বিবেচনা করে দুই দেশের মধ্যেকার বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। শিনজো আবে আরও বলেন, ওইদিন আমি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, বাণিজ্যমন্ত্রী তারও আসোসহ বেশ কয়েকজন মন্ত্রীকে ট্রাম্পের সাথে পরিচয় করে দেব। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর জাপানের ট্রান্স প্যাসিফিক প্রজেক্ট বা টিপিপি থেকে নাম প্রত্যাহার করে নেন। এরপরই টিপিপিভুক্ত ১২টি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়। ট্রাম্প জাপানের প্রধান অটো মোবাইল কোম্পানি টয়োটার বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগও তুলেন। একে অনৈতিক বাণিজ্য বলে তিনি মন্তব্য করেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।