পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির দমদমা গ্রামে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে স্থাপন করা হয়েছে পাতকুয়া ভিত্তিক সোলার সেচ ব্যবস্থা। শস্য বহুমুখী করণের লক্ষে প্রায় পৌনে ১৪ লাখ টাকা ব্যয়ে স্থাপিত নতুন ব্যবস্থার এই সেচ প্রকল্প রোববার বিকালে পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বগুড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম,আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ উভয় দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ওই গ্রামবাসী সুত্রে জানা গেছে, ওই বড় কর্তাদের আগমন নিয়ে আদমদীঘি উপজেলা কৃষি বিভাগ ও বগুড়ার বরেন্দ্র বিভাগের কর্মকর্তাদের মধ্যে বিরাজ করে টানটান উত্তেজনা। নব-নির্মিত সোলার সেচ এলাকায় থাকা পোকা আক্রান্ত আলু ক্ষেত থেকে আলু তোলা ও না তোলা নিয়ে ওই দুই দপ্তরের কর্মকর্তাদের মধ্যে শুরু হয় রশি টানাটানি। কৃষি বিভাগের দাবি এবার সারা দেশেই আলু ক্ষেত পোকায় আক্রান্ত হয়েছে। তার পরও সচিব যদি সরেজমিন এঅবস্থা দেখেন তাহলে আমাদের চাকরির বারোটা বাজিয়ে দিবেন। পক্ষান্তরে বরেন্দ্র বিভাগ ওই আলু ক্ষেত সচিব সহ অন্য কর্মকর্তাদের দেখিয়ে বোঝাবেন যে, সেচ অভাবে আলু গাছ মরে গেছে। বিধায় এসব জমিতে সেচের জন্য পাতকুয়া ভিত্তিক সোলার সেচ ব্যবস্থা অত্যন্ত জরুরী। শেষ পর্যন্ত অবশ্য উপজেলা কৃষি বিভাগ রশি টানাটানিতে বিজয়ী হয়েছেন; নিজেদের পকেটের টাকা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে পোকা আক্রান্ত আলু জমি পরিস্কার করা হয়। এতে করে ওই গ্রামের কয়েক কৃষকের আলু তোলার খরচ বাবদ কয়েক হাজার টাকা সাশ্রয় হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।