Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুদ্রানীতি ঘোষণার দিনে পুঁজিবাজারে বড় পতন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৮ পয়েন্ট, যা সা¤প্রতিক সময়ের বড় পতন। লেনদেন কমার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দামও কমেছে এদিন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৯ পয়েন্ট। এ বাজারেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে।
ডিএসই’র সাবেক সভাপতি রকিবুর রহমান বলেছেন, বাজারে যে পতন হয়েছে তা স্বাভাবিক কারেকশন (মূল্য সংশোধন) নয়। সা¤প্রতিক সময়ে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে বিভিন্ন মহলের কথাবার্তা এবং সর্বশেষ মুদ্রানীতি দিতে গিয়ে পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্যের পর বড় দরপতন হয়েছে।
স¤প্রতি শেয়ারবাজারে কিছুটা গতি সঞ্চার হয়েছে। রোববার সে গতিতে বড় ধরনের হোঁচট খেয়েছে বাজার। অবশ্য দিনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে বেলা সাড়ে ১১টায় নতুন মুদ্রানীতি ঘোষণার পর থেকেই পাল্টে যায় বাজারের দৃশ্যপট। একের পর এক কোম্পানির দর কমতে শুরু করে। সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাজারে দর পতন ঘটে। সে পতন থেকে আর বের হয়ে আসতে পারেনি বাজার। ফলে মূল্য সূচকের বড় ধরনের পতন দিয়েই শেষ হয় দিনের লেনদেন।
গতকাল ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৬৯ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩২ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং ৩৫ দশমিক ২৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এসিআই, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, অ্যাকমি ল্যাবরেটরিজ, লংকা-বাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ার এবং ন্যাশনাল ব্যাংক।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৮ কোটি ৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭২ কোটি ৪৩ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৪৭ দশমিক ০৬ পয়েন্ট কমে ১০ হাজার ৩০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১১ দশমিক ১১ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩১ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফরচুনা সু, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক এবং আরএকে সিরামিকস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুদ্রানীতি

৩০ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ