মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সমাজবাদী পার্টির (সপা) নেতা মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির সভাপতি অমিত শাহ। এর পাশাপাশি ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সব ধরনের চেষ্টা চালানো হবে এবং যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভারতের উত্তর-প্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত শনিবার দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে এসব কথা বলেন অমিত। রাজ্যের রাজধানী লক্ষেèৗতে লোককল্যাণ সংকল্পপত্র নামে দলীয় ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অমিত বলেন, রামমন্দিরের প্রশ্নে বিজেপি দৃঢ় মনোভাব নিয়েছে। আর সাংবিধানিকভাবেই যাতে রামমন্দির নির্মাণ হয়, তা নিশ্চিত করার চেষ্টা চালানো হবে। এর পাশাপাশি উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সংঘাতের কারণে ভয়ে বিভিন্ন স্থান থেকে লোকজনের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া আটকাতে জেলা পর্যায়ে বিজেপি বিশেষ টিম গঠন করবে বলে জানান তিনি। অমিত শাহ বলেন, দলে দলে মানুষ এলাকাছাড়া হলে দায়ী থাকবেন জেলা প্রশাসকরা। এর পাশাপাশি রাজ্যব্যাপী যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দেয়া হবে। সমাজবাদী পার্টির সামালোচনা করে বিজেপির সভাপতি ঘোষণা করেন, তারা সরকার গঠন করলে রাজ্য পুলিশের ১০০ ডায়ালকে জোরদার করে রাজ্যব্যাপী ১৫ মিনিটে পুলিশের সহায়তা নিশ্চিত করবেন। এবিপি, ওয়ান ইনডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।