মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ঘোষণার সমালোচনা করে বলেছেন, এখন জাতির মাঝে দেয়াল সৃষ্টির সময় নয়। তেহরানে এক পর্যটন সম্মেলনে তিনি বলেন, তারা ভুলে গেছে, বহু বছর আগেই বার্লিন দেয়াল ধসে পড়েছে। এখনো যদি জাতিতে জাতিতে এ ধরনের বিভেদের দেয়াল থাকে, তবে তা সরিয়ে ফেলতে হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি ঘোষণার পর তিনি এ মন্তব্য করলেন। রুহানি সরাসরি ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথা বলেননি। তবে তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষরের পর ইরান বিদেশি পর্যটকদের জন্য তার দ্বার উন্মুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি ইরানি বাস করছে। ট্রাম্পের এ ঘোষণায় অনেক ইরানি পরিবারের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এএফপি, প্রেস টিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।