Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘে যোগ দিয়েই মার্কিন দূত হেলির হুমকি

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিকি হেলি জাতিসংঘে যোগ দিয়েই মিত্র দেশগুলোর প্রতি হুমকি দিলেন। জাতিসংঘের বিভিন্ন ইস্যুতে যারা যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে না, তাদের তালিকা করে সে অনুযায়ী জবাব দেওয়ার হুমকি দিয়েছেন হেলি। গত শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে নিজের পরিচয়পত্র জমা দিয়ে তার সঙ্গে সৌজন্য বৈঠক করেন নিকি হেলি। এরপর সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। হেলি বলেন, আমাদের প্রশাসনের লক্ষ্যের সঙ্গে জাতিসংঘে আমার মূল্যায়ন তুলে ধরতে চাই এবং একই পথে আমরা আমাদের সামর্থ্য, আমাদের বক্তব্য তুলে ধরতে চাই, আমাদের মিত্রদের সমর্থন চাই এবং মিত্রদেরও আমরা সমর্থন করতে চাই। জাতিসংঘে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিনিধি আরো বলেন, মিত্রদের মধ্যে যারা আমাদের সমর্থন করবে না, আমরা তাদের নামের তালিকা করছি এবং সে অনুযায়ী তাদের জবাব দেওয়া হবে। নিকি হেলি সাউথ ক্যারোলাইনা রাজ্যের গভর্নর ছিলেন। নির্বাচনে জয়ের পরই ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে তার প্রতিনিধি হিসেবে তার নাম ঘোষণা করেন। কূটনীতি ও কেন্দ্রীয় সরকার নিয়ে কাজ করার খুবই কম অভিজ্ঞতা রয়েছে তার। জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া ডেলাট্রে ও ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিও রাইক্রফট জানিয়েছেন, তারা নিকি হেলির সঙ্গে কাজ চালিয়ে যেতে চান। উল্লেখ্য, জাতিসংঘে ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। তবে নিকি হেলির হুমকির



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ