Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসসহ আন্তর্জাতিক সন্ত্রাস একসঙ্গে মোকাবেলায় মতৈক্য

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পুতিন-ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত শনিবার ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দুই প্রেসিডেন্ট ফোনালাপ করলেন। দুই দেশের মধ্যে যথার্থ সমন্বয় স্থাপনের পক্ষে কথা বলেছেন উভয় প্রেসিডেন্ট। ইসলামিক স্টেটসহ অন্যান্য সন্ত্রাসীদের পরাজিত করার জন্য এ সমন্বয়ের কথা বলেন তারা। ফোনালাপ সম্পর্কে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, আইএসসহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দূর করতে যুক্তরাষ্ট্র ও আমরা একমত হয়েছি। ইসলামিক স্টেট নামধারী জিহাদি গোষ্ঠীর পাশাপাশি সিরিয়ায় থাকা অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধেও এক সঙ্গে লড়াই করবো আমরা। রুশ প্রেসিডেন্ট পুতিন এক বিৃবতিতে বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র সহযোগিতা গঠনমূলক ভিত্তিতে উন্নয়ন ও স্থিতিশীল রাখতে, সমানুপাতিক ও পারস্পরিক স্বার্থে কাজ করতে এবং সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সত্যিকারের সমন্বয় প্রতিষ্ঠায় উভয় পক্ষ তাদের আগ্রহ প্রকাশ করেছে। খবরে বলা হয়, আলোচনাকে ইতিবাচক উল্লেখ করে ক্রেমলিন বলেছে, উভয় প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক চুক্তি থেকে শুরু করে ইউক্রেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ, কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনা এবং বাণিজ্যিক সম্পর্কসহ বহু বিষয় নিয়ে কথা বলেছেন। তাদের আলোচনায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। এ ছাড়া, উভয় প্রেসিডেন্ট নিয়মিত ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। পুতিন ও ট্রাম্প ব্যক্তিগত সাক্ষাতের সম্ভাব্য তারিখ ও স্থান নির্ধারণের বিষয়েও সম্মত হয়েছেন বলেও বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সম্পর্ক মেরামতে দারুণ এক কর্মকা- শুরু হয়েছে। ক্রেমলিন থেকে প্রকাশিত একটি ইংরেজি প্রেস রিলিজে এই ফোনালাপ সম্পর্কে আরো বলা হয়, বেশ ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়। সেখানে ইউক্রেন, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, সিরিয়া, আরব-ইসরাইল সংঘাত এবং উত্তর-দক্ষিণ কোরিয়ার বিষয়ে আলোচনা হয়। আরটি, পার্সটুডে, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ