Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নাগরিকদেরও নিষিদ্ধ করবে ইরান

ইরানি চলচ্চিত্র শিল্পীর অস্কার বর্জন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইসকিলাব ডেস্ক : মুসলিম দেশগুলো থেকে শরণার্থী প্রবেশের মার্কিন নিষেধাজ্ঞায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। তারা সাফ জানিয়ে দিয়েছে, এবার ইরানও তাদের দেশে সব মার্কিন নাগরিকের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আনা হতে পারে বলে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ইরানের এক চলচ্চিত্র শিল্পী ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে অস্কার বর্জনের ঘোষণা দিয়েছেন। সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন ও সুদানের নাগরিকদের আগামী তিন মাস কোনো ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এই সাতটি দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পরপরই মোক্ষম জবাব দিল ইরান। গত শনিবার ইরানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরান এবং আরো ছয়টি দেশের নাগরিকদের ওপর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও দেশটিতে ঢোকার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে পারে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা থাকবে ইরানও মার্কিন নাগরিকদের ওপর ততদিনই নিষেধাজ্ঞা রাখতে পারে। এই নিষেধাজ্ঞার কারণে প্রায় দশ লাখেরও বেশি ইরানি তাদের মার্কিন বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে সফর করতে পারবে না। ট্রাম্পের নিষেধাজ্ঞা সম্পর্কে টেলিভিশনে সরাসরি বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে বিভেদ তৈরির সময় এটা নয়। যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞার ঘটনা পুরো মুসলিম বিশ্বকে প্রকাশ্যে অপমান করা। এটা ইরানের জন্যও যথেষ্ট অপমানজনক। পার্সটুডে, ইয়াহু নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ