Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জের চরগোলগুলিয়া মৌজায় ২৬ একর ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা

ঢাকা-মাওয়া সড়কের ৮ লেন প্রকল্প

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকা মাওয়া সড়কের ৮ লেন প্রকল্পের চরগোলগুলিয়া মৌজায় ২৬ একর ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ভূমির মালিক ৮ লেন প্রকল্পকে তার সম্পত্তি অধিগ্রহণের মাধ্যমে দিতে রাজি রয়েছেন। গত মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভ‚মি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান, কানুনগো মীর মোয়াজ্জেম হোসেন ও মুন্সিগঞ্জ সড়ক জনপদের সার্ভেয়ার চরগোলগুলিয়া মৌজার জমি সরেজমিন পরিদর্শন করেন। গতকাল শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-মাওয়া সড়কের পাশে চরগোলগুলিয়া মৌজায় বিশাল আকারে দিন ফার্নিচার নামে একটি ফ্যাক্টরি রয়েছে। ওই ফ্যাক্টরির মালিক হাজি মো. সামসুল হক। ওই জমির বিশাল একটি অংশে দিন ফার্নিচার ফ্যাক্টরি ও অফিস ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। দিন ফার্নিচারে অত্যাধুনিক আসবাবপত্র তৈরি হয়। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। ওই প্রতিষ্ঠানে শতাধিক লোক বিভিন্ন কর্মরত রয়েছেন। এ ব্যাপারে দিন ফার্নিচারের মালিক হাজি সামসুল হক বলেন, সিএস ও এসএ রেকর্ডের মালিকানাধীন সম্পত্তি তিনি ক্রয় করেন। আরএস রেকর্ডে এসে কিছু জমি ভূলক্রমে খাস খতিয়ানে রেকর্ড হয়। ২০০৩ সালে তহশিল অফিসে জমির খাজনা দিতে গেলে এই তথ্য তিনি জানতে পায়। ২০০৩ সালেই এই আরএস রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। ২০০৬ সালে আদালতের দোতরফা মামলায় বাদীর পক্ষে ডিগ্রী হয়। এবং আরএস রেকর্ড বাতিল হয়। পরে বাদী ওই জামির নামজারির জন্য আবেদন করেন। ২০১১ সালে ঢাকা জেলা প্রশাসক মামলা রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৪ সালে ওই আপিল মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। তার ২৬ একর সম্পত্তিটি বিআরএস রেকর্ডভুক্ত হয়। এই ২৬ একর সম্পত্তিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছে বন্ধকী রেখে তিনি ৫০ কোটি টাকার লোন নিয়েছেন। কারখানার পাশে পুকুরের ভিতর প্রায় ৩৫ কোটি টাকার বিভিন্ন জাতের বার্মাটিক ও লোহাকাঠ রয়েছে। এই জমি অধিগ্রহণের জন্য তাকে কোন নোটিশ দেয়া হয়নি। মাওয়া সড়কের ৮ লেনে সরকার নিতে চাইলে আমি তাতে রাজি আছি। তবে এই ২৬ একর জমি অধিগ্রহণের মাধ্যমে সরকার নিলে আমার কোন আপত্তি নেই। এই জমি অধিগ্রহণ না করা হলে তার প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান বলেন, তার কাগজপত্র যাচাই-বাচাই করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জ

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ