Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

চিলিতে দাবানলে গোটা শহর ধ্বংস ৬ জনের মৃত্যু

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চিলির আধুনিক সময়ের ইতিহাসে সবচে ভয়াবহ দাবানল মোকাবেলায় আরো আন্তর্জাতিক সহায়তা এসে পৌঁছেছে। তবে এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে একটি শহর। খবরে বলা হয়, রাশিয়া একটি সুপার ট্যাঙ্কার বিমান পাঠিয়েছে। এই বিমান বহু টন পানি বহনে সক্ষম। এটি দাবানল নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে। দেশটির মধ্যাঞ্চলের এই দাবানল তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে। অঞ্চলটিতে গ্রীষ্মকালীন তীব্র উষ্ণতা ও দীর্ঘ সময় ধরে খরার কারণে আশপাশের শুষ্ক সবকিছু নিমিষেই আগুনের গ্রাসে পরিণত হচ্ছে। দেশটির সান্তা ওলগা নামের একটি শহর আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দেশটির এই দাবানলে ছয়জনের মৃত্যুর খবর জানা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্দেজকে উদ্ধৃত করে খবরে বলা হয়, চার দমকল কর্মী মারা গেছেন এবং মাউলে নদীতে দুই পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া গেছে। দাবানলের কারণে রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির জাতীয় বন বিভাগ জানিয়েছে, পাঁচ লাখ ৮৮ হাজার একর এলাকা দাবানলে পুড়ছে এবং দাবানলের পরিধি বেড়েই চলেছে। দক্ষিণ আমেরিকার অনেক দেশে এখন গ্রীষ্মকাল চলছে। গ্রীষ্মের উত্তপ্ত আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে মধ্যাঞ্চলের ওই এলাকাগুলো জনবিরল হওয়ায় মৃতের সংখ্যা কম বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ