Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুতিনকে নিয়ে সতর্কবার্তা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। যুক্তরাষ্ট্র-ব্রিটেন আবার একসঙ্গে বিশ্বের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে ফিলাডেলফিয়ায় রিপাবলিকানদের উদ্দেশে এক ভাষণে তেরেসা মে বলেন, ন্যাটোর কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তিনিও বোধ করছেন। সেইসঙ্গে ন্যাটোর খরচ নির্বাহে আরও দেশের অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন। ন্যাটোর বেশিরভাগ খরচ বহন করে যুক্তরাষ্ট্র এবং নেটো নিয়ে ট্রাম্পের মূল আপত্তি এখানেই। তেরেসা মে বলেন, যুক্তরাজ্যের সমর্থনে যুক্তরাষ্ট্র নেটোর নেতার ভূমিকা পালন করছে। অবশ্যই কেন্দ্রে একজন থাকতে হবে, যেটা চারপাশে থাকা সহযোগীরা নির্মাণ করবে। সেইসঙ্গে ইইউ ভূক্ত দেশগুলোকে অবশ্যই এমন পদক্ষেপ নিতে হবে যাতে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তায় নেটো মূল ভিত্তি হিসেবে ভূমিকা রাখে। পুতিন প্রসঙ্গে তিনি বলেন, পুতিনের সঙ্গে যোগাযোগ রাখুন। তবে সতর্ক থাকুন। এটাই আমার পরামর্শ। স্নায়ুযুদ্ধযুগের কথা স্মরণ করিয়ে দিয়ে মে নিজ নিজ অবস্থানে শক্ত থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে ক্রেমলিনের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং এ নীতি ব্যর্থ হলে পশ্চিমাদের ওপর এর প্রভাব পড়ার ব্যাপারেও সতর্ক করে দেন। তিনি বলেন, স্নায়ুযুদ্ধ অবসানে দেশে দেশে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবাধিকারের ধারা অনেকটা স্তিমিত হয়ে এসেছে। উল্লেখযোগ্যভাবে বৈদেশিক অঙ্গনে প্রভাব বিস্তার করেছে চীন এবং রাশিয়া। রাশিয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দৃষ্টান্ত মেনে চলাই বুদ্ধিমানের কাজ। তিনি প্রতিপক্ষ মিখাইল গর্বাচভের সঙ্গে আলোচনার সময় একটি কথা মেনে চলতেন- আর তা হচ্ছে, বিশ্বাস কর কিন্তু যাচাই করে নাও।  বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ