Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মিডিয়াকে বিরোধী দল বললেন ট্রাম্পের উপদেষ্টা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমকে ‘বিরোধী দল’ বলে বর্ণনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলগত উপদেষ্টা স্টেফেন ব্যানন বলেছেন, তাদের (মিডিয়া) মুখ বন্ধ রাখা উচিত। নিউইয়র্ক টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানন বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যে জিতে যাবেন সেটি অনুমান করতে ব্যর্থ হওয়ার কারণে সংবাদ সংগঠনগুলোর বিব্রত হয়েছে। পত্রিকাটির সঙ্গে ফোনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণমাধ্যমকে বিব্রত এবং অপমানিত বোধ করতে হবে। আর নিজদের মুখ বন্ধ রেখে কিছুক্ষণের জন্য শুধু শুনে যেতে হবে। ব্যানন আরও বলেন, এখানে ডেমোক্র্যাটি পার্টি নয়, গণমাধ্যমই বিরোধী দল। তারা দেশকে বুঝতে পারছে না। তারা এখনও বুঝতে পারছে না কেনো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ