মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় আল-শাবাবের হামলায় শান্তিরক্ষায় মোতায়েন করা কেনিয়ার ৫৭ সেনা নিহত হয়েছে। গত শুক্রবার আল-শাবাবের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। ওই মুখপাত্র দাবি করেছেন, গত শুক্রবার সকালে কুলবিয়াও শহরের একটি সেনাঘাঁটিতে হামলা চালায় আল-শাবাব। প্রথমে ঘাঁটির ভেতরে দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পরে সেনাদের হত্যা করে গাড়ি ও অস্ত্রশস্ত্রের দখল নেওয়া হয়। এতে আফ্রিকার শান্তিরক্ষা মিশনের ৫৭ জন কেনীয় সেনা নিহত হয়। শেখ আব্দিয়াসিস আবু মুসাব নামের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, যেসব কেনীয় সেনা পালিয়ে গেছে, তাদের বনের ভেতরে ধাওয়া করেছে আল-শাবাবের যোদ্ধারা। এদিকে কেনিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আল-শাবাবের এ দাবি মিথ্যা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীরা দুটি গাড়িবোমা দিয়ে হামলা চালিয়েছে। তবে কেনিয়ার সেনারা তাদের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এতে সন্ত্রাসীদের অনেকেই নিহত হয়েছে। বিমান ও স্থলবাহিনী এখন সমন্বিতভাবে আল-শাবাবের ওপর যৌথ হামলা চালাচ্ছে। সোমালিয়ার সেনা কর্মকর্তা নুর মুহিদিন জানিয়েছেন, হামলার আগেই সেনারা আল-শাবাবকে চিহ্নিত করতে সক্ষম হয় এবং নিজেরা মর্টার দিয়ে গুলি করে প্রতিরক্ষা গড়ে তোলে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।