Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালিগঞ্জ বাজার রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি আতাউর রহমানের মেয়ের জামাই জাকির হোসেন ও আতাউর ম্যানসনের ফুটপাতে থাকা ক্ষুদ্রব্যবসায়ী মো. বাদল খান গুরুতর আহত হয়েছে। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত বাদল খানের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্ত্রী জানিয়েছেন। এই ঘটনায় ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি আবু সোহেল কাজলসহ ১০-১২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি আতাউর রহমান বলেন, কালিগঞ্জ বাজার রোড এলাকায় তার মার্কেটের সামনে ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি আবু সোহেল কাজল ও তার লোকজন জোড়পূর্বক ওয়াশিং ফ্যাক্টরীর বিভিন্ন মালামাল রাখে। এসময় ফুটপতের ক্ষুদ্রব্যবসায়ী বাদল খান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কাজলসহ তার কারখানার ১০-১২ জনের শ্রমিক বাদল খানের উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর করতে করতে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে। এসময় আমার মেয়ের জামাই জাকির হোসেন বাধা দিলে তার উপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় আমার মেয়ের জামাই জাকির হোসেন ও ক্ষুদ্রব্যবসায়ী বাদল খান থানায় পৃথক ভাবে দুটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে ধামাচাপা দিতে যুবলীগ নেতা কাজল বিভিন্ন নাটক সাজিয়ে সে আরেকটি মিথ্যা পাল্টা অভিযোগ দায়ের করেন। আবু সোহেল কাজলকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো., মনিরুল ইসলাম বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জ

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ