Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে বার্সার প্রতিপক্ষ অ্যাটলেটিকো

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রিয় শিষ্য লিওনেল মেসির ম্যাচ জেতানো নৈপুণ্যের প্রশংসা হরহামেশাই করেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। এবার অবশ্য প্রশংসার দৃষ্টিকোণটা ভিন্ন। বার্সেলোনার হয়ে মেসির সাম্প্রতিক মৌসুমগুলোর পারফরম্যান্সের মধ্যে তার ‘পরিপূর্ণ ফুটবলার’ হিসেবে বিবর্তিত হওয়ার স্পষ্ট ছাপ দেখছেন স্প্যানিশ এই কোচ, ‘মেসির ফুটবলের বিবর্তন হচ্ছে তার পরিপক্কতার কারণে। আগে সে কেবল আমাদের একমাত্র গোলদাতা ছিল কিন্তু এখন সে একজন টোটাল ফুটবলারে পরিণত হয়েছে। আক্রমণভাগ ও রক্ষণভাগে যে কোনো কিছু করার সামর্থ্য তার আছে। যারা এক বা দুই ছোঁয়ায় খেলার সামর্থ্য রাখে, মেসি সেই জাতের।’
বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা মেসি যথারীতি এ মৌসুমেও গোলের পর গোল করছেন। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড। গত ১২ ম্যাচে তার গোল ১৪টি। বার্সেলোনার হয়ে পুরোপুরি খেলা ১২ মৌসুমের হিসাবটা কষলে মেসির কৃতিত্ব এক কথায় চোখ ধাঁধানো। এর মধ্যে লিগে পাঁচ মৌসুম ৩০টির বেশি গোল করেছেন; ২০১১-১২ মৌসুমে গড়েন ৫০ লিগ গোলের রেকর্ড। গেলপরশু রাতে গুরুর প্রশংসার প্রতিদান আরেকবার দিলেন এলএমটেন।
ক্যাম্প ন্যু’তে ভাগ্য ফিরল না রিয়াল সোসিয়েদাদের। অতিথিদের উড়িয়ে দিয়ে স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোপা দেল রে নামে পরিচিত এই টুর্নামেন্টের প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে নেইমারের গোলে ১-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনা গেলপরশু রাতে জিতেছে ৫-২ গোলে। প্রথমার্ধে দেনিস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। হুয়ানমি একটি গোল শোধ করলেও সঙ্গে সঙ্গেই লুইস সুয়ারেসের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। উইলিয়ান হোসে দুর্দান্ত হেডে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। আর্দা তুরান আর দেনিসের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় লুইস এনরিকের দলের। বার্সেলোনার মাঠে এর আগের ছয় ম্যাচে ২২ গোল খেয়েছিল সোসিয়েদাদ। এবারও গোল-বন্যা ঠেকাতে পারেনি দলটি। সেমি-ফাইনালে ২৮ বারের কোপা দেল রে বিজয়ী বার্সেলোনার সঙ্গী সেল্টা ভিগো, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আলাভেস। দুই লেগ মিলিয়ে সেল্টা ভিগোর কাছে ৪-৩ গোলে হেরে আগের রাতে বিদায় নেয় ১৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
সা¤প্রতিক মৌসুমগুলোতে পাঁচবারের বর্ষসেরা মেসির খেলার ধরণে এসেছে কিছুটা বদল। এনরিকেরও বিশ্বাস, একজন সেন্ট্রাল অ্যাটাকার থেকে গোল করা প্লেমেকার হয়ে উঠেছেন মেসি। এতে বোঝা যাচ্ছে ২৯ বছর বয়সী এটা ফরোয়ার্ডের অনন্য সামর্থ্যটাও, এনরিকের অধীনে মেসি ও বার্সেলোনা উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। জিতেছে দুটি লা লিগার শিরোপা ও ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। এ মুহূর্তে মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। কাতালুনিয়ার দলটি আর্জেন্টিনার ফরোয়ার্ডের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি নবায়নে আশাবাদী।
তবে স্বস্তিতে থাকতে পারছে না এনরিকের দল। গতকাল হওয়া কোপা’র ড্র’য়ে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানো সেল্টা ভিগোর শেষ চারের প্রতিপক্ষ আলাভেস। সেমি-ফাইনালের প্রথম লেগ খেলতে আগামী বুধবার ভিসেন্তে কালদেরনে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এক সপ্তাহ পর কাম্প নউতে অ্যাটলেটিকোকে আতিথ্য দেবে লুইস এনরিকের দল। সেল্টা ভিগো প্রথম লেগ খেলবে আলাভেসের মাঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমি

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ