Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের শপথের পর সর্বোচ্চ বিক্রি তালিকায় ওরওয়েলের বই

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : খ্যাতনামা লেখক জর্জ ওরওয়েলের বিখ্যাত সর্বাত্মক স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা নিয়ে লিখিত (ডিসটোপিয়ান) উপন্যাস ১৯৮৪ নতুন করে ছাপানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বইটি সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় আবারও ওঠে এসেছে। ফলে প্রকাশক প্রতিান তা নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মার্কিন ই-কমার্স প্রতিান অ্যামাজন-এর সর্বাধিক বিক্রিতের তালিকায় ছয় নম্বরে ছিল এই বইটি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার অভিযোগ করেন, ট্রাম্পের অভিষেক অনুানে যে পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন, সংবাদমাধ্যম তা কমিয়ে দেখিয়েছে। ওই বক্তব্যের সমর্থনে ট্রাম্পের জ্যে উপদেষ্টা কেলিঅ্যান কোনওয়ে একে অল্টারনেটিভ ফ্যাক্টস বলে উল্লেখ করেন। মূলত এর পরই ওরওয়েলের ১৯৮৪ বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ে। ট্রাম্পের উপদেষ্টার অল্টারনেটিভ ফ্যাক্টসকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৮৪-এর ডাবল থিঙ্ক-এর সঙ্গে তুলনা করেন অনেক ব্যবহারকারী। ওই শব্দগুচ্ছের মানে সরকার একই সঙ্গে দুটো বিষয় সামনে তুলে ধরে, আর দুটোই সত্য। বইটির প্রকাশক পেঙ্গুইন-এর এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, আমরা নতুন করে বইটির ৭৫ হাজার কপি ছাপতে দিয়েছি। এটি একটি অতিরিক্ত মুদ্রণ। আর তা ১৯৮৪-এর স্বাভাবিক মুদ্রণের চেয়ে অনেক বেশি। নিয়েলসন বুকস্ক্যান সিএনএন-কে জানিয়েছে, তারা বইটির ৪৭ হাজার কপি বিক্রি করেছে। যা গত বছরের তুলনায় ৩৬ হাজার কপি বেশি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ