Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটন যাচ্ছেন জর্ডানের বাদশাহ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। প্রথম আরব নেতা হিসেবে তিনি মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন। গত বৃহস্পতিবার জর্ডান দূতাবাসের বরাত দিয়ে জানায় সৌদি আরবের পত্রিকা আরব নিউজ। ওয়াশিংটনে জর্ডান দূতাবাসের টুইটারেও জানানো হয় বাদশাহ আব্দুল্লাহ আগামী সোমবার যুক্তরাষ্ট্রে সফরে যাবেন। ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসম্যানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। তবে কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক পূর্বনির্ধারিত ছিল না বলেও জানানো হয়। এর আগে বাদশাহ আব্দুল্লাহ রাশিয়া সফরে গিয়েছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমিন পুতিনের সাথে বৈঠক করেন। পুতিন বৈঠকে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠায় জর্দানের সহযোগিতা থাকায় জর্দানের প্রতি বাদশাহ আব্দুল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জর্ডান সিরিয়ার জঙ্গি সংস্থা আইএসের বিরুদ্ধে গড়ে উঠা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মিলিটারি সংস্থার সদস্য। এক সপ্তাহেরও কম সময়ের ট্রাম্প প্রশাসন বুধবার এবিসি নিউজকে জানিয়েছে, সিরিয়া থেকে পলাতক নির্যাতিতদের জন্য অবশ্যই নিরাপত্তা এলাকা ( সেইফ জোন) তৈরি করতে হবে। ইউরোপ সিরিয়া থেকে পলাতক লাখ লাখ শরণার্থীদের আশ্রয় দিয়ে ভুল করেছে বলে জানান ট্রাম্প। বাদশাহ আব্দুল্লাহ এমন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন যখন ট্রাম্প সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন এবং ইরাকসহ অন্য মুসলিম রাষ্ট্রকে বিপজ্জনক বলে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ ও ভিসা সাময়িক বাতিল করার প্রস্তুতি নিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ