মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যদি মুসলিম নাগরিকদের নিবন্ধন শুরু করেন, তবে নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধিত করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। একই অভিমত দিয়েছেন হলিউড তারকা মাইম বিয়ালিক। ট্রাম্পের প্রস্তাবিত মুসলিম নিবন্ধন নীতির বিরোধিতা করতেই এই অবস্থান তাদের। এক টুইটার বার্তায় গত বুধবার ম্যাডেলিন অলব্রাইট বলেন, আমি বড় হয়েছি ক্যাথলিক খ্রিস্টান হিসেবে। গির্জায় যেতাম। পরে জানতে পেরেছি আমার পরিবার ইহুদি ছিল। এখন আমি নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত। প্রায় একই ভাষায় টুইট করেছেন বিগ ব্যাং থিওরি চলচ্চিত্রের অভিনেত্রী মাইম বিয়ালিক। তিনি লেখেন, আমি ইহুদি ধর্মাবলম্বী। কিন্তু যদি মুসলিমদের নিবন্ধনের প্রসঙ্গ আসে, তবে আমিও মুসলিম হিসেবে নিবন্ধিত হতে প্রস্তুত। বিয়ালিক আরও মন্তব্য করেন, যদি কাউকে হুমকি হিসেবে মূল্যায়ন করে নিবন্ধন করানো হয়, তবে শ্বেতাঙ্গ পুরুষদেরও নিবন্ধিত করুন। ওয়েবসাইট।
উসকানিমূলক সাম্প্রদায়িক বক্তব্য দেয়ার জের
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।