Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভারেস্টের উচ্চতা মাপবে ভারত

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মাপতে যাচ্ছে ভারত। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতার হেরফের নির্ণয়েই এই পরিমাপ করা হবে বলে ভারত সরকার থেকে জানানো হয়েছে। দ্বিতীয়বারের মতো ভারত এর উচ্চতা পরিমাপে কাজ করবে। এর আগে ৬২ বছর আগের পরিমাপে এভারেস্টের উচ্চতা পরিমাপ করা হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ০২৮ ফুট। সার্ভে অব ইনডিয়ার প্রধান, সার্ভেয়ার জেনারেল স্বর্ণা সুব্বা রাও বলেছেন, আগামী দুই মাসের মধ্যে একটি অভিযাত্রী দল এভারেস্টে যাবে। তারা এ বিষয়টি নিয়ে কাজ করবে, পরিমাপ করবে। এজন্য উপগ্রহের তথ্যও কাজে দেবে। ইতোমধ্যে ৭ দশমিক ৮ মাত্রার নেপালি ভূমিকম্প পরবর্তী এক গবেষণায় ম্যাশেবল জার্মান অ্যারোস্পেইস সেন্টারের গবেষকরা জানিয়েছেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা এক থেকে দুই মিটার (তিন থেকে ছয় ফুট) কমে থাকতে পারে। ইউরোপীয় ও একটি মার্কিন ভূ-উপগ্রহের তথ্য বিশ্লেষণে গবেষকরা এই তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেন। পিটিআই, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ