প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এম. নাইট শ্যামলন পরিচালিত থ্রিলার ফিল্ম ‘স্পিøট’। ‘ভিজিট’ (২০১৫), ‘আফটার আর্থ’ (২০১৩), ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার’ (২০১০), ‘দ্য হ্যাপেনিং’ (২০০৮), ‘লেডি ইন দ্য ওয়াটার’ (২০০৬), ‘দ্য ভিলেজ’ (২০০৪), ‘সাইন্স’ (২০০২), ‘আনব্রেকেবল’ (২০০০) এবং ‘দ্য সিক্স্থ সেন্স’ (১৯৯৯) শ্যামলন পরিচালিত চলচ্চিত্র। ‘স্পিøট’ ফিল্মটির কাহিনীও শ্যামলনের লেখা।
এক বন্ধুর বাড়িতে রাত কাটাবার পরের সকালে তিন কিশোরী নিজের নিজের বাড়িতে ফেরার জন্য একটি গাড়িতে অপেক্ষা করছিল। এই সময় কেভিন (জেমস ম্যাকঅ্যাভয়) নামে এক অপরিচিত লোক তাদের গাড়ির চালকের আসনে এসে বসে এবং তাদের অজ্ঞান করে অপহরণ করে। কেভিন মানসিকভাবে মারাত্মক অসুস্থ একজন মানুষ। তার রয়েছে আরও ২৩ জন মানুষের ব্যক্তিত্ব। কিশোরীদের সে একটি ভুগর্ভস্থ ঘরে আটকে রাখে। সে যখন এক নারীর সাজে তাদের সামনে আবির্ভূত হয়ে মেয়েদের বুঝতে বাকি থাকে না কেভিন আসলে মানসিকভাবে একজন মানুষ নয়। নারীর বেশে সে মেয়েদের জানায় এক পুরুষ জানে তাদের সেখানে আসার কারণ কী এবং সে তাদের স্পর্শ করতে পারবে না। আরেক ব্যক্তিত্বের নাম হেডউইগ যার বয়স নয় বছর। তিন মেয়ের একজন কেসি (আনিয়া টেইলর-জয়) উপলব্ধি করে এই বন্দিদশা থেকে উদ্ধার পাবার একটি মাত্র পথ হলো কেভিনের এক পরিচয়ের সাহায্য নেয়া। তার ধারণা হেডউইগ তাদের সাহায্য করবে। কিন্তু সে জানায় সে মানুষের ভয়ানক ক্ষতি করেছে এবং তাকেও তাই করবে। হেডউইগ আরও জানায় তাদের ‘জানোয়ারের’ হাতে তুলে দেবার জন্য আনা হয়েছে। এদিকে কেভিনের মনস্তাত্তি¡ক ডা. ফ্লেচার (বেটি বাকলি) জানে না সে কী করেছে বা করছে। তার ধারণা তার ভেতরে সুপ্ত এক ব্যক্তিত্ব বাস করে যে এখনও প্রকাশিত হয়নি এবং তা একদিন প্রকাশিত হলে অন্যগুলো হার মানবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।