Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে তুষারধসে ভারতীয় মেজরসহ নিহত ৫

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরে তুষারধসে এক সেনা কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার সেনা সদস্য। গত বুধবার সনমার্গ এলাকায় একটি সেনা ক্যাম্পে তুষারধসে মেজর পদমর্যাদার ওই কর্মকর্তা মারা যান। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মেজর অমিত হাই অল্টিটুড ওয়ারফেয়ার স্কুল (এইচএডব্লিউএস) এর সদস্য। নিখোঁজ চার সেনার সন্ধানে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সীমান্তবর্তী গুরেজ এলাকার বাদুগাম গ্রামে তুষারপাতে একই পরিবারের চারজন মারা যান। তুষারপাতের সময় তারা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা তুষার কেটে ওই বাড়ি থেকে ১৮ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে। এ অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক জাভিদ গিলানি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ