Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বেনগাজিতে আইএসের আরেকটি ঘাঁটির পতন

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে আইএস বা আল কায়েদা গোষ্ঠীগুলোর অবশিষ্ট ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম একটির পতন হয়েছে। বিবিসির খবরে বলা হয়, সামরিক নেতা ফিল্ড মার্শাল খলিফা হাফতারের অনুগত বাহিনীগুলো জানিয়েছে, তারা বেনগাজির গানফৌদা এলাকা থেকে স্থানীয় জঙ্গিদের হটিয়ে দিয়েছে। এসব জঙ্গিদের অনেকে ইসলামিক স্টেটের (আইএস) বা আল কায়েদার অনুগত গোষ্ঠীগুলোর সদস্য। গত কয়েকমাস ধরে গানফৌদা এলাকাটি অবরুদ্ধ ছিল এবং শহরটির দখল নিয়ে এখানে বেশ কয়েকটি তীব্র লড়াই হয়েছে। হাফতারের অনুগত বাহিনীগুলোর অবরোধের কারণে বেনগাজির কেন্দ্রস্থল থেকে নয় মাইল পশ্চিমের গানফৌদা এলাকাটি শহরের অন্যান্য অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার হাফতারের অনুগত বাহিনীগুলোকে স্বীকৃতি দেয়নি। ইস্টার্ন লিবিয়ান আর্মি নামে পরিচিত এই বাহিনীগুলোর মুখপাত্র জানিয়েছেন, গানফৌদা এলাকাটি তারা মুক্ত করেছেন, কিন্তু কিছু জঙ্গি টুয়েলভ ব্লকস নামে পরিচিত নিকটবর্তী একটি এলাকায় পালিয়ে গেছেন। বিবিসির উত্তর আফ্রিকা প্রতিনিধি জানিয়েছেন, গানফৌদা এলাকাটির নিয়ন্ত্রণ গ্রহণ ইস্টান লিবিয়ান আর্মির একটি উল্লেখযোগ্য সাফল্য, কিন্তু এর জন্য স্থানীয়দের কড়া মূল্য দিতে হয়েছে। তিনি জানিয়েছেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে বেনগাজির বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং এতে অভ্যন্তরীণভাবে বহু লোক বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেনগাজির কেন্দ্রস্থলের কিছু এলাকা এখনও জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়ে গেছে, কিন্তু সম্প্রতি সেখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মাম গাদ্দাফির পতন ও তিনি নিহত হওয়ার পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা দেখা দেয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ