মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বহুল আলোচিত ও সমালোচিত পানামা পেপার্স কেলেঙ্কারিতে উঠে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম সফদারের নাম। এ খবর প্রকাশ করেছে জার্মান দৈনিক সাদেস জেইতাং। পত্রিকাটি তাদের প্রকাশিত প্রতিবেদনের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্ট টুইটারে পোস্ট করেছে। প্রতিবেদনে বলা হয়, মরিয়ম অফশোর কোম্পানির মালিক। তিনি এ থেকে সুবিধা গ্রহণ করে থাকেন। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) তথ্য-উপাত্তে বলা হয়, ১ কোটি ১৫ লাখ ডকুমেন্ট প্রকাশ করেছে পানামা ভিত্তিক ল’ ফার্ম মোসাক ফনসেকা এবং এতে মরিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ ভার্জিন দ্বীপে অফশোর কম্পানি নেসকোল লিমিটেডের একজন তালিকাভুক্ত সুবিধাভোগী মরিয়ম। এতে তার ভাই হুসেইনেরও স্বাক্ষর রয়েছে। এখানে মরিয়ম এবং তার দুই ভাই হাসান ও হুসেইনের কমপক্ষে তিনটি অফশোর কম্পানি রয়েছে। তাদের ফার্মটি ১ কোটি ৩৮ লাখ ডলার মূল্যের যুক্তরাজ্যের সম্পদ কেনা-বেচায় জড়িত। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।