Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানিতে ডানপন্থীদের সন্ত্রাসী হামলা রোধে পুলিশি অভিযান

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির কয়েকটি রাজ্যে সন্দেহভাজন ডানপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। গত বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, গত বছর থেকেই বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছিল ডানপন্থী সংগঠন রাইশব্যুর্গার। এ সংগঠনের গ্রেফতারেই এ অভিযান চালানো হয়েছে। সম্প্রতি জার্মানিতে উগ্র ডানপন্থীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। সন্ত্রাসী সংগঠন রাইশব্যুর্গার-ও বিভিন্ন স্থানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সংগঠনটির সদস্যরা জার্মানির গনতান্ত্রিক সরকারকে মানে না। তারা মনে করে, এ দেশের পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। উগ্র নাৎসিবাদী এই সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যেই বুধবার জার্মানির বিভিন্নস্থানে অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়। রাইশব্যুর্গার-এর ছয় সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যে একই সংগঠনের আরেক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বার্লিন, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ, ব্রান্ডেনবুর্গ, লোয়ার স্যাক্সনি, রইনলান্ড-পালাটিনেট এবং স্যাক্সনি-আনহাল্টের ১২টি অ্যাপার্টমেন্ট ও বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ