Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিখা সিং ‘কুমকুম ভাগ্য’তে ফিরলেন

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অভিষেক ওরফে অভি’র (শাব্বির আহলুওয়ালিয়া) ইশারায় আলিয়াকে (শিখা সিং) কারাবরণ করার মাঝ দিয়ে জি টিভির ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালে এক নতুন নাটকীয়তার যোগ হয়।
প্রজ্ঞা (প্রীতি ঝা) আর অভির জন্য যা স্বস্তি হতে পারত আসলে তা হচ্ছে না। আলিয়া জেল থেকে ফিরে এসে তাদের জীবনে ব্যাপক ঝামেলা বাঁধিয়ে দেয়।
এ বিষয়ে শিখা বলেছেন, “হ্যাঁ আলিয়া জেল থেকে ফিরে এসেছে। এখন প্রতিশোধ নেয়া ছাড়া তার আর কিছু করার নেই। তার ধারণা ভাই ওরফে অভির কারণে তাকে জেল খাটতে হয়েছে। আর তার জন্য সে প্রজ্ঞা আর অভির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন শুধু মুখোমুখি হবার যা অপেক্ষা।”
তার ফেরা সম্পর্কে শিখা বলেন, “আমার চরিত্রটিকে আকার দিয়ে ফিরিয়ে আনতে কাহিনীকার খুব ভাল কাজ করেছে। সাধারণত এ ধরনের কাহিনীধারা খুব দীর্ঘ আর একঘেয়ে হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়েছে নিখুঁতভাবে। আমি শুটিং করছি এবং উপভোগ করছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিখা সিং ‘কুমকুম ভাগ্য’তে ফিরলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ