Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইড্রিস এলবার প্রতি আকৃষ্ট রেবেল উইলসন

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্ট্যান্ডআপ কমেডিয়ান এবং অভিনেত্রী রেবেল উইলসনের প্রতি অনেকেই আকৃষ্ট হতে পারেন। কিন্তু তিনি নিজে কার প্রতি আকৃষ্ট তা কি জানেন? তার এই আকর্ষণের মানুষটি ব্রিটিশ অভিনেতা ইড্রিস এলবা ছাড়া আর কেউই নন।
৩৫ বছর বয়সী অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রীটি সাম্প্রতিক বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী অভিনেতাটির হাতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কারটি তুলে দেন। এই সময়ই অভিনেতাটির প্রতি তার অনুভূতি তিনি প্রকাশ করেন। তিনি বলেন, “দুঃখিত ইড্রিস, তুমি আমাকে একটু বিচলিত করে ফেলেছ, আমি আসলে ভ্যালেন্টাইন্স ডেতে চকলেট পাবার জন্য মানসিকভাবে তৈরি হয়ে আছি।”
বক্তব্য দেয়ার সময় তিনি অস্কার অনুষ্ঠানে বৈচিত্র্যের ঘাটতির উল্লেখ করেন। ‘পিচ পারফেক্ট’ অভিনেত্রীটি অস্কারকে বর্ণবাদদুষ্ট আর বাফটাকে বৈচিত্র্যপূর্ণ বলে উল্লেখ করেন।
গত ১৪ ফেব্রæয়ারি লন্ডনের রয়েল অপরা হাউসে ২০১৫ সালের ব্রিটিশ ও আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য ৬৯তম বাফটা অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইড্রিস এলবার প্রতি আকৃষ্ট রেবেল উইলসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ