Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

২৭ জানুয়ারি ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন’১৭ আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সভাপতিত্ব করবেন ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন। উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় সম্মেলন থেকে ২০১৭ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। দেশে চলমান সংকটময় মুহূর্তে কেন্দ্রীয় সম্মেলন থেকে কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। সম্মেলন থেকে শিক্ষাঙ্গন সংকট, জাতীয় সংকট, বিশেষত শিক্ষানীতি ও শিক্ষা আইন, রামপাল বিদ্যুতকেন্দ্র, সুপ্রীম কোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপন ও শিক্ষা সিলেবাস নিয়ে বামপন্থীদের সাম্প্রদায়িকতা সৃষ্টির প্রতিবাদে আন্দোলনের ঘোষণা আসতে পারে। সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি জুমার পূর্বেই বক্তব্য রাখবেন এবং ইশা ছাত্র আন্দোলন-এর চলমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে ২০১৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করবেন। বাদ জুমা বক্তব্য রাখবেন সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বাদ মাগরিব থেকে কেরাত মাহফিল, আবৃত্তি প্রহর এবং সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ