Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার নেপালে হোয়াটমোর

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বলতে গেলে বাংলাদেশের ক্রিকেটের নবযুগের সূচনা যার হাত ধরে সেই ডেভ হোয়াটমোর এবার দায়িত্ব নিবেন নেপালের কোচের। দুই সপ্তাহ পরে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে কেনিয়ার মুখোমুখি হবে নেপাল। সে ম্যাচ দিয়েই শুরু হবে হোয়াটমোরের নেপাল মিশন। নেপালের ক্রিকেটারদের নিয়ে কাজ করে ব্যাট এন্ড বল ফাউন্ডেশন। এ প্রতিষ্ঠানের আমন্ত্রণেই আসছেন হোয়াটমোর। নেপালের ক্রিকেটারদের সহায়তার জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানটির উদ্বোধনেও হোয়াটমোর উপস্থিত থাকবেন। জানুয়ারির ২৫ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত হোয়াটমোর কাজ করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরশ সাক্য বলেন, ‘আমরা হোয়াটমোরকে উঠতি খেলোয়াড়দের বের করার একটি প্রারম্ভিক কাজের জন্য আনছি। তিনি প্রস্তাবে রাজি হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ