Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৌতিনহো লিভারপুলেরই

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফুটবলারদের দলবদলের বাজারে কম গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায় না। তারই একটি ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌতিনহোকে নিয়ে। স্বদেশী রিভালদো পর্যন্ত চাইছিলেন নেইমারের সাথে একই দলে বার্সেলোনার হয়ে খেলুক কৌতিনহো। খুব করে চেয়েছিলেন নেইমারও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সাথেই পাঁচ বছরের জন্য নতুনভাবে চুক্তিবদ্ধ হলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।
চুক্তি অনুযায়ী ক্লাবের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ও এখন কৌতিনহো। তার সাপ্তাহিক বেতন ধরা হয়েছে এক লাখ ৫০ হাজার ইউরো। ২০১৩ সালে ৮.৫ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান থেকে রেড শিবিরে যোগ দেন কৌতিনহো। চুক্তির পর লিভারপুলের হয়ে ১৬৩ ম্যাচে ৩৪ গোল করা কৌতিনহো বলেন, ‘এটা এমন একটা ক্লাব যেখানে থাকতে পেরে আমি কৃতজ্ঞ এবং এটা প্রমাণ করে আমি এখানে থাকতে পেরে খুশি।’
পদ্মভূষণ পাচ্ছেন ধোনি
স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভূষিত হয়েছিলেন খেলরত্ম পুরস্কারে। দুই বছর পর পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার। এবার আরেকটি পালক যোগ হতে যাচ্ছে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মুকুটে। দেশটির ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ তার হাতে তুলে দেয়া হবে পদ্মভূষণ পুরস্কার। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান এটি। একই পুরস্কার দেয়া হবে রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপা জয়ী তারকা পিভি সিন্ধু এবং জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ।
এ ছাড়া পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রিও অলিম্পিকের জিমন্যাস্টে আলো ছড়ানো দীপা কর্মকার। কোনো পদক না জিতলেও সেখানে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ এই পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে এই পুরস্কার নেবেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অলিম্পিকে রৌপ্যপদক বিজয়ী রেসলার সাক্ষী মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ