Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলের আঘাতে হাসপাতালে মেনি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই টেস্টের প্রথম দিনে প্রথম সেশনেই গড়া রেকর্ড শতকটি ফিলিপ হিউজকে উৎসর্গ করেছিলেন ডেভিড ওয়ার্নার। তার মানে, এক বছর পরও মাথায় বলের আঘাতে সাবেক সতীর্থ হিউজের মৃত্যুর শোক এখনো কাটেনি। এরই মধ্যে আবারো মাথায় বলের আঘাতে হাসপাতালে যেতে হলো আরেক অস্ট্রেলীয়কে। দেশর হয়ে একটি টেস্ট ও দু’টি ওয়ানডে খেলোয়াড়টি হলেন ফাস্ট বোলার জো মিনি।
গত সোমবার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে অনুশীলনের সময় বল এসে মিনির মাথায় আঘাত হানে। তৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জন অর্চার্ড, ‘যদিও আঘাতটি মারাত্মক, তবুও জো ভালো অনুভব করছে।’ অর্চার্ড বলেন, ‘ মঙ্গলবার সারাদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন চিকিৎসক মিনিকে পর্যবেক্ষণ করেছেন। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার মাথার খুলি সামান্য ফেটেছে। মস্তিষ্কের ভেতরেও কিছু রক্তক্ষরণ হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। আমাদের বিশ্বাস, তার কোনো অস্ত্রোপচারও লাগবে না।’
বিগ ব্যাশে নিজেদের সেমিফাইনালের ম্যাচকে সামনে রেখে নেটে বোলিং করছিলেন মিনি। ব্যাটিং প্রান্তে ছিলেন মিচেল লাম্ব। লাম্বের সজোরে সোজাসুজি চালানো বল এসে মিনির মাথায় আঘাত হানে।’ সাবেক অজি উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রাড হাডিন এটাকে ভীতিকর ঘটনা উল্লেখ করে বলেন, ‘ক্ষণিকের জন্য সবকিছু ওলটপালট হয়ে যায়। তবে সৌভাগ্য যে, জো ঠিক আছে।’ অস্ট্রেলিয়ান জার্সিতে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয় মেনির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ