নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের জন্য গতকাল ১৪ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষিত হয়েছে। ‘বি’ গ্রুপে শক্তিশালী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশ নারী দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনিকে। নারী বিশ্বকাপ বাছাইপর্বেও বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন যথারীতি রোমানা আহমেদ। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ দল পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে। পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ পরদিন। বাংলাদেশ দলের অন্য দুইটি ম্যাচ ১০ ও ১১ ফেব্রুয়ারি।
বাংলাদেশ নারী দল : রোমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, লতা ম-ল, নিগার সুলতানা, পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।