মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : এক সময় লাখপতি থেকে কোটিপতি শুনলে মানুষ অবাক হয়ে যেত। এ বিস্ময় কেটে গেছে বাজার অর্থনীতির মিলিওনারি ও বিলিওনারির ধাক্কায়। এবার ফের অবাক হবার মতো তথ্য হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্ভবত বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন। আরো অবাক হওয়ার ব্যাপার যে অভিধানেই ট্রিলিয়নারি শব্দটি নেই, যা এখন যুক্ত করতে হবে। তবে বিল গেটসকে ট্রিলিয়নারি হতে আরো ২৫ বছর অপেক্ষা করতে হবে। অক্সফাম ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় দেখা গেছে, বেঁচে থাকলে বিল গেটস আগামী ২৫ বছর পর ট্রিলিয়নারি হতে যাচ্ছেন এবং তখন তার বয়স হবে ৮৬ বছর। ২০০৯ সাল থেকে প্রতিবছর বিল গেটসের সম্পদের পরিমাণ ১১ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। তাতে খুব শিগগির বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন বিল গেটস। ২০০৬ সালে যখন মাইক্রোসফট ছেড়ে যান বিল গেটস তখন তার সম্পদের পরিমাণ ছিল ৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর অক্সফামের হিসেবে সম্পদের পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ডলার। বিল গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচুর দান খয়রাত করার পরও তার সম্পদে কোনো ঘাটতি পড়েনি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।