Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমতীরের বসতিতে আরও ২৫০০ ঘরবাড়ি স্থাপন করবে ইসরাইল

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: দখলকৃত পশ্চিমতীরে ইহুদি বসতিগুলোতে নতুন করে আরও ২৫০০ ঘরবাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইল। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতোনিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিয়েবারম্যান দাবি করেছেন, আবাসনের প্রয়োজন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরাইলি সরকারের এ পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে বাধাগ্রস্ত করবে উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘোষণা দিলো ইসরাইল। মঙ্গলবার নতুন করে যে আড়াইহাজার ঘরবাড়ি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে তার বেশিরভাগই পশ্চিম তীরের বসতি এলাকায়। বিবিসি, রঢটার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ