Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পবিরোধী বিক্ষোভে ইভাঙ্কার দেবর

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভে ইভাঙ্কা ট্রাম্পের দেবর জোশুয়া কুশনারকে দেখা গেছে। গত শনিবার ওয়াশিংটনে বিক্ষোভে দেখা যায় জোশুয়া কুশনার। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনার। ৩১ বছর বয়সী জোশুয়া গত রোববার হোয়াইট হাউসে তার ভাইয়ের শপথগ্রহন অনুষ্ঠানেও যান। তবে জোশুয়ার দাবি, তিনি বিক্ষোভে অংশ নেননি, দেখতে গিয়েছিলেন মাত্র। ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে পাঁচ লাখ নারী বিক্ষোভে অংশ নেন। সেখানে ট্রাম্পের মেয়ে জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই জোশুয়া কুশনারকে দেখা গেছে। তবে তিনি দাবি করেন, সেখানে কি ঘটছে তা তিনি দেখতে গিয়েছিলেন। বিক্ষোভে অংশ নেননি। বিক্ষোভের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় জোশুয়ার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ