Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামা কেয়ার বাতিলে বছরে ৩৬ হাজার মানুষ মারা যাবে : স্যান্ডার্স

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর পরই ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যা ওবামা কেয়ার (স্বাস্থ্যসেবা আইন) বলে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের নিয়মকানুন ব্যবহার বন্ধ করতে এবং এটি দুর্বল করবে। এরই প্রেক্ষাপটে ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটের এক বার্তায় জানান, রিপাবলিকানরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল করলে দেশটিতে প্রতিবছর ৩৬ হাজার মানুষের মৃত্যু হবে। যুক্তরাষ্ট্রে প্রতিবছর গড়ে ২৬ লাখ মানুষ মৃত্যুবরণ করে অর্থাৎ প্রতিদিন ৭২০০ জনের মৃত্যু হয়। স্যান্ডার্সেও দাবি এ আইন বাতিল হলে মৃত্যুহার বছরে ১ দশমিক ৪ ভাগ বৃদ্ধি পাবে। স্যান্ডার্স মৃত্যুহারের এই পরিসংখ্যানটি সংগ্রহ করেছেন একটি বামপন্থী গবেষণামূলক ওয়েবসাইট থিংক প্রগ্রেস থেকে। দি ইনডিপেন্ডেন্ট, ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ