Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগ্রহ নেই জাকারবার্গের

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: আপাতত মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও পরিকল্পনা নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের। তিনি জানান, এখন তিনি অনেক বেশি মনোযোগী তার গড়ে তোলা ফেসবুকের বিস্তৃতির দিকে। পাশাপাশি স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে গড়ে তোলা বিজ্ঞান ও নেতৃত্বের গবেষণা উদ্যোগ চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভকেই (সিজেডআই) এগিয়ে নিয়ে যেতে চান জাকারবার্গ। শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাকারবার্গ প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন গুজবের জবাব দিতে গিয়ে এসব কথা বলেছেন জাকারবার্গ। মার্কিন অনলাইন গণমাধ্যম বাজফিডের বরাতে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ অনলাইন পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানান। খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর মাস থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাকারবার্গের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা চলছে। ওই সময় মার্কিন অনলাইন ব্লুমবার্গ একটি খবর প্রকাশ করে। তাতে বলা হয়েছে, জাকারবার্গ ফেসবুকের পুঁজিবাজারের শেয়ারের পুনর্বিন্যস্ত করা নিয়ে এমন একটি ধারা সংযোজন করেছে যাতে ইঙ্গিত রয়েছে যে, তিনি হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া, এ মাসের শুরুতে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনেও এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। তাতে বলা হয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা ৩০টি মার্কিন অঙ্গরাজ্য সফর করেছেন ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে দেখা করতে। এটাও তার হোয়াইট হাউজে পদার্পণের ইচ্ছারই প্রতিফলন। এর বাইরেও জাকারবার্গ তার নিজের ফেসবুক প্রোফাইলের ছবি তোলার জন্য হোয়াইট হাউজের সাবেক এক আলোকচিত্রীকে কাজে লাগিয়েছিলেন। সিজেডআইয়ে তিনি ওবামা ও বুশের সাবেক দুই ক্যাম্পেইন ম্যানেজারকেও নিয়োগ দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ