মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : টাকার গদিতে শুয়ে থাকার কথা আমরা বলে থাকি, তবে তা প্রতীকী অর্থে। সত্যি সত্যি কি কেউ আর টাকার গদি বানায়? এমন ঘটনা যে পৃথিবীতে একেবারেই নেই, তা বলা যায় না। আর তারই প্রমাণ দিলেন ব্রাজিলের ক্লেবার রেনে রিজেরিও রোচা। নিজের বিছানার তোষকের নিচে তিনি সাজিয়ে রেখেছিলেন টাকা। আর তা সামান্য পরিমাণে নয়, একেবারে দুই কোটি ডলার! টাকার অঙ্কে তা প্রায় একশ ৬০ কোটি টাকা! এমন ঘটনাই উদঘাটন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ম্যাসাচুসেটসের ওয়েস্টবরোতে ব্রাজিলের ওই ব্যক্তির বিছানায় জাজিমের নিচ থেকে তারা বের করেছে এই বিপুল পরিমাণের অর্থ। এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। খবরে বলা হয়, ব্রাজিল থেকে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিলেন রিজেরিও রোচা। যুক্তরাষ্ট্রের অ্যাটনির কার্যালয় বলছে, রোচা এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। ওই ব্যক্তি ‘পিরামিড স্কিম’ নামের বিশেষ এক ধরনের ব্যবসায়িক কার্যক্রমের প্রত্যক্ষদর্শী হিসেবে তথ্য গোয়েন্দা সংস্থাকে জানাচ্ছিলেন। এই কার্যক্রমে কোনও ব্যবসায় কাউকে অন্তর্ভুক্তির মাধ্যমে টাকা দেয়া হয়। রোচা ও ওই প্রত্যক্ষদর্শী ব্যক্তি হাডসনের একটি রেস্টুরেন্টে দেখা করেন। সেখানে ওই ব্যক্তির কাছ থেকে একটি স্যুটকেসে করে ২২ লাখ ডলার নিয়ে যান রোচা। গোয়েন্দা সংস্থার এজেন্টরা রোচাকে অনুসরণ করে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে গ্রেফতার করে রোচাকে। এরপর তার অ্যাপার্টমেন্ট তল্লাশি করতে গিয়েই বেরিয়ে আসে জাজিমের নিচ থেকে দুই কোটি ডলার। পরে রোচার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনে তারা। গোয়েন্দা সংস্থা বলছে, রোচা কাজ করছিল কার্লোস ওয়ানজেলারের একজন বাহক হিসেবে। ম্যাসাচুসেটসভিত্তিক ইন্টারনেট ফোন সার্ভিস কোম্পানি টেলেক্স ফ্রি ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা এই কার্লোস। কিন্তু তার এই ব্যবসায় পেছনে রয়েছে পিরামিড স্কিম, যার মাধ্যমে মানুষ ঠকিয়ে একশ কোটি ডলার হাতিয়ে নেয়া হয়েছে। তারই একটি অংশ ধরা পড়ল রোচার তোষকের নিচে। সিএনএন, বিবিসি ও রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।