নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড ¯øাম থেকে মাত্র দুই জয় দূরে রজার ফেদেরার। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারেকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া মিশা সভেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। গতকাল মেলবোর্ন পার্কে সভেরেভকে ৬-১, ৭-৫-৬-২ গেমে হারাতে মাত্র ৯২ মিনিট সময় নেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড ¯øাম জয়ী ফেদেরার। চোটের সাথে লড়াই করে ৬ মাস পর অস্ট্রেলিয়ান ওপেনের মধ্য দিয়েই কোর্টে ফেরেন ৩৫ বছর বয়সী সুইস তারকা, খেলেছেন ১৭তম বাছাই হিসেবে।
শেষ চারে কঠিন পরীক্ষাই দিতে হবে আসরের চারবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে। সেখানে তার প্রতিপক্ষ তিন গ্র্যান্ড ¯øাম জয়ী চতুর্থ বাছাই স্বদেশী স্তান ভাভরিঙ্কা। ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে ৭-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিতে ওঠেন গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ী ভাভরিঙ্কা।
ওদিকে নারী এককে ১৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন ভেনাস উইলিয়ামস। গতকাল কোয়ার্টার ফাইনালে ২৪তম বাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভাকে ৬-৪, ৭-৬ গেমে হারান ৩৬ বছর বয়সী ত্রয়োদশ বাছাই ভেনাস। ১৯৯৪ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে কোনো গ্র্যান্ড ¯øামের শেষ চারে উঠলেন ভেনাস। ২০০৩ সালে আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠে ছোট বোন সেরেনার কাছে ভঙ্গ হয়েছিল শিরোপা স্বúœ।
এবার তার আগেই কঠিন পরীক্ষা দিতে হবে ৭টি গ্র্যান্ড ¯øামের মালিক ভেনাসকে। সেখানে তার প্রতিপক্ষ স্বদেশী কোকো ভ্যানডিওয়ে। এখন পর্যন্ত আসরে যিনি ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। নারী এককের নাম্বার ওয়ান ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে চমক উপহার দেয়া কোকো ৬-৪ ও ৬-০ গেমে ফরাসি চ্যাম্পিয়ন মুগুরোসাকে উড়িয়ে পা রাখেন শেষ চারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।