Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মায়ের জন্মদিনে মেসি

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পরশু সোমবার ছিল লিওনেল মেসির রতœগর্ভা মা সেলিয়াদর জন্মদিন। মায়ের জন্মদিনটা অন্যভাবে উদযাপন করলেন আর্জেন্টাইন ফুটবল তারকা। মেসির বয়স ১৩ বছর হওয়া পর্যন্ত ছেলেকে নিয়ে কম কষ্ট করতে হয়নি সেলিয়াকে। ছেলেকে বার্সেলোনায় নিয়ে আসার পরই অনেকটা লাঘব হয় সেই কষ্টের। পরের গল্প তো ইতিহাসেরই একটা অংশ। কাতালান ক্লাবটিতে খেলে মেসি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, জিতেছেন রেকর্ড ৫টি বর্ষসেরা পুরস্কার। সেলিয়া পা রাখেন ৫৭ বছরে। এ উপলক্ষে মায়ের সঙ্গে জন্মদিন উদযাপনের একটি ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেন মেসি। ছবিতে মায়ের পাশে বসা মেসি ও তার মা এবং তাদের সামনে দুইটি ওয়াইনের বোতল। বোতলে একটির গায়ে লিখা ছিল ১৯৬০ এবং অন্যটির গায়ে ১৯৮৭। মা ও ছেলের জন্ম সাল এই দু’টি। নাতি-নাতনীদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে বিশাল এক কেক কাটেন সেলিয়া। তবে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মেসির বাবা হোর্হে মেসি ও তার ভাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ