Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশরকে সামরিক সহায়তা বহাল রাখবেন ট্রাম্প

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর এ অঙ্গীকার করেন। হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পিসার গত সোমবার বলেন, ট্রাম্প মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অঙ্গীকার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এ অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশকে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র প্রতিবছর মিশরের সামরিক খাতে ১শ ৩০ কোটি ডলার প্রদান করে। তবে মিশরে গলতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা এ সহায়তা সাময়িক বন্ধ করেছিল। তবে ২০১৫ সালে তা আবার পুরোমাত্রায় চালু হয়। স্পিসার বলেন, উভয় নেতা আগামীতে যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে আলোচনা করেন এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সিএনএন, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ