মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শরণার্থীদের লক্ষ্য করে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, যারা দেশটির মূল্যবোধকে পছন্দ করেন না তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচনের যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি, তখনই এমন মন্তব্য করলেন রুট। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচ প্রধানমন্ত্রী রুট বলেন, কিছু মানুষ যে নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছে সেটা খুবই উদ্ভট। নিজের বিশ্বাসের জন্য কেউ এমনটা করতে পারেন না। কারণ হাত মেলানোটাই আমাদের মূল্যবোধ। শরণার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমাদের মূল্যবোধ না মানতে পারলে, আপনাদের এখান থেকে চলে যাওয়া উচিত। রুটের দাবি, শরণার্থীরা স্বাধীনতার কথা বলে নিজ সংস্কৃতি ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছে। চলতি বছরের মার্চেই নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মতামত জরিপে এগিয়ে আছে অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ফ্রিডম পার্টি। নির্বাচনে খ্রিস্টানদের ভোট নিতে তারা ইসলাম বিদ্বেষী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।