Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান-নীতি পরিবর্তন না করলে লজ্জাজনক পরাজয় হবে

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছে তালিবান। তারা বলেছে, আফগানিস্তানের ব্যাপারে মার্কিন নীতি পরিবর্তন করতে হবে, নতুবা তাদের লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ গত রোববার এ খবর প্রকাশ করে। এসআইটিই নামের এই গোয়েন্দা গ্রুপটি তালিবানের ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, মুক্ত নীতিতে পরিচালিত দেশটির নতুন নেতা মার্কিনি ও গোটা বিশে^র কোটি কোটি মানুষের বিভ্রান্তিকর। এতে বলা হয়, আফগানিস্তান আশা করে, ট্রাম্প ও তার মন্ত্রিসভা হোয়াইট হাউজে তার পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করবেন না। যুক্তরাষ্ট্র ২০০১ সালের ৭ অক্টোবর আলকায়েদা-সংশ্লিষ্ট তালিবানকে উৎখাতের জন্য আফগানিস্তানে সামরিক অভিযান চালায়। ভিয়েতনামের পর এটাই ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি সামরিক অভিযান। এর পেছনে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের একশো বিলিয়নেরও বেশি খরচ হয়েছে। তবে, ২০১৫ সালে আফগান বাহিনী তালিবানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করার পর থেকে তালিবানও প্রায়ই ধ্বংসাত্মক হামলা চালিয়ে আসছে। এতে, এখন দেশটিতে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ন্যাটোর অধীনে প্রথম বছর দেশটিতে নিরাপত্তা অভিযান চালানো হয়। তালিবানের ওই প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানের পুরো বিষয়টিকে আত্মস্থ করতে না পারে এবং তাদের ভুল শুধরাতে না পারে, তাহলে লজ্জাজনক পরাজয়ের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এখনও আফগানিস্তানের ব্যাপারে তার নীতি ঘোষণা করেননি। তবে তালিবান আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার ধীর গতির কারণে তার উত্তরসূরী বারাক ওবামাকে হুঁশিয়ার করে দিয়েছিল। নিউজ রিপাবলিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ